News71.com
 Bangladesh
 04 Apr 20, 09:47 PM
 821           
 0
 04 Apr 20, 09:47 PM

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণ শ্রমিক নিহত॥

কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে ৩ লবণ শ্রমিক নিহত॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতে তিন লবণ শ্রমিক নিহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মানিক মইন্ন্যাঘোনা ও আন্নুঘোনা এবং বড় মহেশখালী ইউনিয়নের কালাপাইন্ন্যা ঘোনায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আজাদ।নিহতরা হলেন- হোয়ানক ইউনিয়নের পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহমদের ছেলে মোহাম্মদ মানিক (১৭), পেকুয়া উপজলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) এবং বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকার জালাল আহমদের ছেলে মোহাম্মদ ফারুক (২৭)।ওসি বাবুল আজাদ বলেন, শনিবার বিকেলে মহেশখালীতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কাল-বৈশাখীর ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে বৃষ্টিসহ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় হোয়ানক ইউনিয়নের মানিক মইন্ন্যাঘোনা ও আন্নুঘোনা লবণ মাঠে ২ জন এবং বড় মহেশখালী ইউনিয়নের কালাপাইন্ন্যা ঘোনার লবণ মাঠে কাজ করার সময় ১ জন শ্রমিক বজ্রপাতে আহত হয়।তাদের উদ্ধার করে স্থানীয়রা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক (তদন্ত)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন