নিউজ ডেস্কঃ ত্রাণের নামে ফটোসেশন বন্ধ করতে বললেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সমন্বয় সভায় তিনি বলেন, কিছু সংগঠন ত্রাণ দেয়ার নামে ফটোসেশন করছে। ত্রাণ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। তিনি বলেন, করোনাভাইরাসে চরম ঝুঁকিতে বাংলাদেশ। সরকার সারাদেশে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আপাতত রাস্তায় বের হওয়া যাবেনা, ঘরেই থাকতে হবে। অন্যকেও ঘর থেকে বের না হতে উদ্বুদ্ধ করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। আইন অমান্য করে কেউ ঘর থেকে বের হলে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে আইনানুগ ব্যবস্থা নেবে।