News71.com
 Bangladesh
 18 Mar 20, 12:33 PM
 883           
 0
 18 Mar 20, 12:33 PM

চট্টগ্রামে মুজিব বর্ষ উপলক্ষ্যে ৮ অটোরিকশা চালককে ছাত্রলীগের সম্মাননা।।

চট্টগ্রামে মুজিব বর্ষ উপলক্ষ্যে ৮ অটোরিকশা চালককে ছাত্রলীগের সম্মাননা।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় বিনা ভাড়ায় রোগী পরিবহনকারী সেই আট অটোরিকশা চালক আবারও সম্মাননা পেলেন। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে আনোয়ারা সরকারি কলেজ মাঠে সম্মাননার পাশাপাশি তাঁদের অক্সিজেনের সিলিন্ডার উপহার দেয় আনোয়ারা কলেজ ছাত্রলীগ। এর আগে  শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও তাঁদের সম্মাননা দেওয়া হয়।

১২ মার্চ প্রথম আলোয় 'বিনা ভাড়ায় রোগী নিয়ে যান তাঁরা' শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হন তাঁরা। ওই আট অটোরিকশা চালক হলেন দীলিপ দাশ, মারুফুল ইসলাম, মোহাম্মদ আবদুল আলিম, রিপন কান্তি নাথ, মোহাম্মদ নাজিম, গোবিন্দ সেন, রূপন সেন ও মোহাম্মদ হুমায়ুন কবির। তাঁদের আর্থিক সহায়তা দেওয়া হয়। 

আনোয়ারা কলেজ ছাত্রলীগের আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক ও আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন