নিউজ ডেস্কঃ ভোটারদের কেন্দ্রমুখী করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বিএনপি। করছে নানা ধরনের ঘরোয়া বৈঠকসহ নানা বর্ধিত সভাও। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্ট ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠিও দিয়েছে দলটি। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব তাদের। ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ভোটের অধিকার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ৫ দফা দাবি জানিয়ে একটি চিঠি দেন রিটার্নিং অফিসারের কাছে। যেখানে ২৯ মার্চের পরিবর্তে ৩১ মার্চ নির্বাচন, প্রতিটি বুথে সেনাবাহিনী নিয়োগ ও পোলিং এজেন্টের নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি প্রিজাইডিং অফিসারকে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোট দেয়ার ক্ষমতা ১ শতাংশে নামিয়ে আনা এবং এনআইডি কার্ড ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারাসহ ৫ দফা দাবিও তুলে ধরা হয় চিঠিতে। মহানগর বিএনপি সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ইভিএমের টেকনিকাল সাপোর্টের জন্য আর্মি উইথ ড্রেস দেয়ার কথা। আমরা বলেছি ব্যালট প্যানেলের নিরাপত্তার দায়িত্বও তাদেরকে দেয়া হোক। এদিকে ভোটারদের কেন্দ্রমুখী করতে বর্ধিত সভাসহ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠকও করছে বিএনপি। তবে দলটির দাবি ঢাকার দুই সিটিতে ভোটার অনুপস্থিতির মূল কারণ আতঙ্ক। তাই ভোটারদের আশ্বাস দিয়ে কেন্দ্রমুখী করার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপর। তবে নির্বাচন কমিশন বলছে, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। তবে প্রতিবন্ধকতার বিষয়টি দেখবে কমিশন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করবেন, এই আয়োজনে যেন কোন ত্রুটি না সৃষ্টি করে এগুলো আমরা দেখব। আগামী ২৯ মার্চ ৭৩৫ টি কেন্দ্রের ৪ হাজার ৮৮৬ টি বুথে ভোট দেবেন ১৯ লাখ ভোটার।