নিউজ ডেস্কঃ রাঙামাটির কাপ্তাইয়ে মংচিং মারমা নামে এক মেম্বারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তার বাসা থেকে অস্ত্রধারী লোক এসে তাকে তুলে নিয়ে যায়। তিনি রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। অপহৃতের স্ত্রী বলেন, রাত এগারটার দিকে আমরা ঘুমিয়ে যাওয়ার পর তিনজন অস্ত্রধারী লোক ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমার স্বামীকে অস্ত্রের মুখে তুলে কারিগর পাড়া রাইখালী পুনর্বাসনের দিকে নিয়ে যায়। এ সময় বাইরে আরো ২০-২৫ জন ছিলো। ঘটনার পরপর চন্দ্রঘোনা থানাকে খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থলে আসে। রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক জানান, গত (মঙ্গলবার) রাতে ফোনে মেম্বারের স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে অবগত করেন। তিনি আরো জানান, ইউপি সদস্যকে কারা অপহরণ করে নিয়ে গেলো এখনো পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। এই বিষয়ে জানতে চাওয়া হলে চন্দ্রঘোনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে চন্দ্রঘোনা থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।