নিউজ ডেস্কঃ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশী পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরতলীর স্টেডিয়াম এলাকায় র্যাব-৭’র এক অভিযানে রবিউল ইসলাম (৩৬) নামের এ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগজিন ও ৪৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় জানায় র্যাব। জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের র্যাব-৭’র অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি দল খাগড়াছড়ি শহরতলীর স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয়। পরে পানছড়িগামী একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ রবিউল ইসলামকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম পানছড়ি উপজেলার দমদম এলাকার বাসিন্দা। তিনি বিক্রির জন্যই এ অস্ত্রগুলো কিনেছেন বলে জানা গেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-৭’র উপ-পরিদর্শক অমল চন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেছেন।