নিউজ ডেস্কঃ চট্টগ্রামের দু'টি গুদাম থেকে কয়েক কোটি টাকা মূল্যের নানা ধরনের গার্মেন্টস কাপড় জব্দ করেছে র্যাব ও বন্ড কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সুপারি পাড়া এলাকায় ইয়োলো সিন্ডিকেটের দুটি গুদামে অভিযান চালিয়ে কাপড়গুলো জব্দ করা হয়। তবে রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে কি না তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে বন্ড কাস্টমস। অপরদিকে চট্টগ্রামের ইপিজেড থেকে চুরি যাওয়া ১০ টন সুতাসহ আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। র্যাব এবং বন্ড কাস্টমসের কাছে তথ্য ছিল, গার্মেন্টসের কাপড় এনে গুদামজাত করা হয়েছে নগরীর দেওয়ানহাট সুপারি পাড়া এলাকায়। এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে যৌথভাবে ইয়োলো সিন্ডিকেটের দুটি গুদামে অভিযান চালানো হয়। যেখানে পাওয়া যায় শার্ট, প্যান্ট, থান কাপড়সহ নানা ধরনের গার্মেন্টস কাপড়। তাদের ধারণা বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আনা হয়েছে এসব কাপড়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থেকে চুরি করা ১০ টন সুতাসহ আটজনকে নারায়ণগঞ্জ থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে সংঘবদ্ধ চক্রটিকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নানা তথ্য। ১০ টন ওজনের ৩৩০ কার্টন সুতার বাজারমূল্য অন্তত ৩০ লাখ টাকা বলে জানায় গোয়েন্দা পুলিশ।