News71.com
 Bangladesh
 11 Feb 20, 11:10 AM
 841           
 0
 11 Feb 20, 11:10 AM

সেন্টমার্টিন উপকুলে মালয়েশিয়াগামী ট্রলারডুবি॥ ১৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

সেন্টমার্টিন উপকুলে মালয়েশিয়াগামী ট্রলারডুবি॥ ১৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় ১৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয় আরও ৫৭ জনকে। আরো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। নৌবাহিনর কর্মকর্তারা জানান, ভোরে ৮০ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়। সকাল সোয়া ৮টায় নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সাড়ে ৮টার মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে তারা ভাসমান অবস্থায় ৪০ জনকে উদ্ধার করে তাদের জাহাজে তুলে নেন। এরপর পাওয়া যায় ১০ জনের মৃতদেহ। পরবর্তীতে আরো ১৭ জনকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ পাওয়া যায় সাগরে।সেন্টমাটিন কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম সময় সংবাদকে জানান, ছেঁড়াদ্বীপের কাছে ভোরে একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন