নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাবেক এক নেতাকে গলা কেটে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১২টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমজাদে এ ঘটনা ঘটে। একই ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন (৪০)। তিনি চর আমজাদ গ্রামের আবু তাহেরের ছেলে। সোহরাব চর এলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, সোহরাব ৬ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কমিটির সভাপতি ছিলেন। ঘটনাস্থলে থাকা চর বালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন আজ রোববার সকালে জানান, গতকাল রাত ১২টার দিকে সোহরাব হোসেন তাঁর বগা মেশিনের (মাটি কাটার যন্ত্র) টাকার হিসাব নিতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে চর আমজাদের বাহারের বাড়িতে যান। সোহরাব ঘরে বসে বাহারের সঙ্গে টাকার হিসাব-নিকাশ করার সময় ১০ থেকে ১৫ জনের মুখোশধারী দুর্বৃত্ত এসে তাঁদের ওপর হামলা চালায়। এসআই জাকির হোসেন জানান, দুর্বৃত্তরা সোহরাবকে গলা কেটে হত্যা করে। আর বাহার, হোসেনসহ তিনজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।