News71.com
 Bangladesh
 09 Feb 20, 12:47 PM
 829           
 0
 09 Feb 20, 12:47 PM

নোয়াখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি॥

নোয়াখালীতে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি॥

নিউজ ডেস্কঃ নোয়াখালী শহরের মাইজদীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাসরিন আক্তার বৃষ্টি (২৬) নামে এক প্রসূতি। শনিবার সন্ধ্যায় শহরের গুডহিল কমপ্লেক্স হাসপাতালে স্বাভাবিকভাবেই (নরমাল ডেলিভারি) সন্তানদের জন্ম দেন তিনি। এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বৃষ্টি নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর এলাকার কাতার প্রবাসী মো. মোহনের স্ত্রী। এদিকে একসঙ্গে চার সন্তানের জন্ম দেয়ায় বৃষ্টির পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তবে একসঙ্গে চার শিশু সময়ের আগেই জন্ম নেয়ায় তাদের ওজন কম হয়েছে। তাদের শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন