News71.com
 Bangladesh
 06 Feb 20, 11:20 AM
 902           
 0
 06 Feb 20, 11:20 AM

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৭০ লিটার কোকেন মাটিচাপা॥

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৭০ লিটার কোকেন মাটিচাপা॥

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেল ঘোষণা দিয়ে বলিভিয়া থেকে আনা ড্রাম ভর্তি ৩৭০ লিটার কোকেন মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার পতেঙ্গায় র্যা ব-৭ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের উপস্থিতিতে প্রায় ৯ হাজার কোটি টাকা মূল্যের এই কোকেন মাটিচাপা দেয় র্যাব। র্যা ব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, আদালতের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবশে অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে এই কোকেন ধ্বংস করা হয়। এর আগে ২০১৫ সালের ৭ জুন চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও মহানগর গোয়েন্দা পুলিশ। বলিভিয়া থেকে মেসার্স খান জাহান আলী লিমিটেডের আমদানি করা সূর্যমুখী তেলবাহী কন্টেইনারটি সিঙ্গাপুর হয়ে ১২ মে চট্টগ্রাম বন্দরে আসে। আদালতের নির্দেশে ওই চালানের কন্টেইনারটি খুলে ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার বিসিএসআইআর এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে তরলের নমুনা পরীক্ষায় তরল কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। ৫৯ ও ৯৬ নম্বর ড্রামে কোকেন পাওয়া যায়। দুটি ড্রামে ১৮৫ লিটার করে মোট ৩৭০ লিটার কোকেন ছিল। এ ঘটনায় নগরীর বন্দর থানায় প্রথমে মাদক মামলা রেকর্ড করে পুলিশ। পরে আদালতের নির্দেশে চোরাচালানের ধারাও যুক্ত করে। মামলাটি থানা পুলিশ থেকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে। গোয়েন্দা পুলিশ তদন্ত করে মাদক আইনের ধারায় কোকেন আমদানিকারক খান জাহান আলী প্রতিষ্ঠানের মালিক নূর মোহাম্মদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন