News71.com
 Bangladesh
 04 Feb 20, 07:13 PM
 810           
 0
 04 Feb 20, 07:13 PM

নোয়াখালীতে নারী চোরচক্রের ৭ সদস্য আটক॥

নোয়াখালীতে নারী চোরচক্রের ৭ সদস্য আটক॥

নিউজ ডেস্কঃ নোয়াখালী সদর উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা নারী চোর চক্রের ছয়জন সদস্যসহ সাতজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তাদের কাছ থেকে ১৪ বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন-জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড এলাকার জুলেখা আক্তার (৩৮), জেসমিন আক্তার (৩৮), লক্ষ্মীনারায়নপুর এলাকার সেলিনা আক্তার (২৭), রোকসানা আক্তার (২৫), কাদির হানিফ ইউনিয়নের সফিপুর গ্রামের রোজিনা আক্তার (৩০), মনোয়ারা বেগম তানিয়া (৩৫) ও মাইজদী নতুন বাস স্ট্যান্ড এলাকার জহির আহম্মেদ (৫৫)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক সাঈদ মিয়ার নেতৃত্বে সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে প্রথমে নতুন বাস স্ট্যান্ড এলাকায় জুলেখার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে একই এলাকা থেকে জেসমিন ও তার স্বামী সিএনজিচালক জহির, লক্ষ্মীনারায়ণপুর থেকে সেলিনা, রোকসানা ও সফিপুর থেকে রোজিনা এবং তানিয়াকে আটক করা হয়। পরে ভোরের দিকে সোনাপুর এলাকায় চোর চক্রের দুই সদস্য আজমিরি ও শান্তার বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তাদের বাড়িসহ আটকদের বাড়ি থেকে মোট ১৪ বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন