News71.com
 Bangladesh
 02 Feb 20, 11:11 AM
 898           
 0
 02 Feb 20, 11:11 AM

চট্টগ্রামে থানা থেকে পালাল নারী ইয়াবা পাচারকারী॥ বরখাস্ত ৩ পুলিশ সদস্য

চট্টগ্রামে থানা থেকে পালাল নারী ইয়াবা পাচারকারী॥ বরখাস্ত ৩ পুলিশ সদস্য

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পটিয়া থানা থেকে ইয়াবা পাচারকারী পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তারা হলেন- পটিয়া থানার সহকারী উপপরিদর্শক শামসুদ্দীন, কনস্টেবল রিয়াজ ও মমতাজ।গতকাল (শুক্রবার) দুপুরে পটিয়ার পোস্ট অফিস এলাকা থেকে লাইজু বেগমকে ইয়াবাসহ আটক করে পুলিশ।অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, “এক্স-রে এর মাধ্যমে তার (লাইজু) পেটে ইয়াবা আছে নিশ্চিত হওয়ার পর, চিকিৎসকরা ওষুধ দেন এবং পরে তার কাছ থেকে ১৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়”।আটককৃত ওই নারীকে পটিয়া থানায় জিজ্ঞাসাবাদ কক্ষে রাখা হয়েছিল। এসময় কনস্টেবল মমতাজ ও রিয়াজ পাহারার দায়িত্বে ছিলেন।আটককৃত নারী রাতে টয়লেট গিয়ে ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান বলে জানায় পুলিশ। অভিযুক্তকে কেন লকআপে রাখা হয়নি জানতে চাওয়া হলে, এসপি টুটুল জানান, থানায় নারীদের জন্য যে লকআপটি আছে সেখানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষার জন্য রাখা ছিল। তাই তাকে জিজ্ঞাসাবাদ কক্ষে পুলিশ কনস্টেবলের হেফাজতে রাখা হয়।তিনি আরো জানান, দায়িত্বে অবহেলার কারণে থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন