News71.com
 Bangladesh
 30 Jan 20, 06:49 PM
 862           
 0
 30 Jan 20, 06:49 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রশাসনের সহায়তায় পূজা॥

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রশাসনের সহায়তায় পূজা॥

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর চাতলপাড় ডিগ্রী কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজার আগে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিকল্প পন্থায় তিথি ছাড়া (পঞ্চমী তিথি শেষ হয়ে যায়) পূজার আয়োজন করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ডিগ্রি কলেজের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।পূজার আয়োজক চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সঞ্জয় রায় জানান, আমরা বুধবার গভীর রাতে কলেজের নিচতলা একটি কক্ষে পূজার সকল প্রস্তুতি সম্পন্ন করে বাড়ি ফিরি। সকালে তিথি লগ্নে পূজা হওয়ার কথা ছিল। কিন্তু সকালে খবর পাই আমাদের সকল আয়োজন নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কলেজে এসে দেখি সরস্বতী প্রতিমা ভাঙা। আমাদের সাজানো প্যান্ডেল লণ্ডভণ্ড। সঞ্জয় ক্ষুব্ধ কন্ঠে বলেন, এটি আমাদের অস্তিত্বের ওপর আঘাত, ধর্মীয় অনুভূতির ওপর আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন