নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চট্টগ্রাম- ৮ আসনের উপ নির্বাচনে বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে ন বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। অন্যদিকে, হারের ভয়ে বিএনপি টালবাহানা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দীন। সোমবার (১৩ জানুয়ারি) সকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে এসে এ অভিযোগ করেন প্রার্থীরা।সকাল পৌনে ১০টার দিকে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান অভিযোগ করে বলেন, বহিরাগতরা ভোট কেন্দ্রের চার দিকে অবস্থান নিয়েছে। ভোটার এবং এজেন্টদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। এখানে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। আমি প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিত করাসহ বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। উল্লেখ্য চট্টগ্রাম- ৮ বোয়ালখালী আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সোমবার সকাল নয়টা থেকে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। জাসদের একাংশের কার্যকরী সভাপতি মাঈনুদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়।৮ আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ছয় জন প্রার্থী ।