নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে ধারণা দিতে ‘ইভিএম’ প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত। এ আসনে শহর অংশে চান্দগাঁও নির্বাচনী এলাকায় ১৫টি স্থান এবং পাঁচলাইশ এলাকার ১০টি স্থান ও বোয়ালখালি অংশে ১৮টি স্থানে ইভিএম প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ বিষয়ে পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা সাহিদ হোসেন বলেন, ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দিতেই প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এছাড়া ভোটারদের ভোটদানের সুবিধার্থে মক ভোটিংয়ের ব্যবস্থা করা হবে। ইভিএম প্রদর্শনের স্থানগুলো হলো : বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়, কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় ও পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়, আকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাওলা উচ্চ বিদ্যালয়, চরণদ্বীপ ইউনিয়নের আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আহলা সাধারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানুনগোপাড়া কাশি মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব ধোরলা কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইব্রাহীম নূর উচ্চ বিদ্যালয়, মধ্যম শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজিদিয়া সিনিয়র মাদ্রাসা, পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের হাজি লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।