News71.com
 Bangladesh
 05 Jan 20, 07:11 PM
 922           
 0
 05 Jan 20, 07:11 PM

নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার॥

নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে সমুদা বেগম (৪০) নামে এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী। পুলিশের ভাষ্যমতে, নিহত নারী একজন ইয়াবা ব্যবসায়ী। পেটের ভিতর করে তিনি ইয়াবা পাচার করতেন বলে জনশ্রুতি রয়েছে। তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

তিনি বলেন, পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে দূর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। পরে তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। ওই নারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন