নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় মো. জাকির হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা সিভিল সার্জন জানান, স্থানীয় নতুন একটি ডায়াগস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করছিলের মো. জাকির হোসেন। তাকে জিজ্ঞাসাবাদের পর বিএমডিসির সার্টিফিকেট দেখাতে পারেননি। দেশের কোথাও চিকিৎসা সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করবে না এ মর্মে অঙ্গীকার নামা গ্রহণ করে তাকে ছেড়ে দেয়া হয়।