নিউজ ডেস্কঃ নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ রিয়াজ উদ্দিন (৩৮) নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিয়াজ ওই ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে আইয়ুবপুর গ্রাম থেকে ২১ পিস ইয়াবাসহ রিয়াজ মেম্বারকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে শুক্রবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।