News71.com
 Bangladesh
 26 Nov 19, 08:52 PM
 980           
 0
 26 Nov 19, 08:52 PM

চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার জনপ্রতিনিধি ও সহযোগী ইয়াবা ব্যবসায়ী॥

চন্দনাইশে ইয়াবাসহ গ্রেফতার জনপ্রতিনিধি ও সহযোগী ইয়াবা ব্যবসায়ী॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকা থেকে ইয়াবাসহ চন্দনাইশ উপজেলার সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চন্দন ধরকে (৪৮) এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে চন্দনাইশ থেকে তাদের সহযোগী আরও এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। চন্দন ধরের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পু্লিশ। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে স্টেশন রোড ও মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে চন্দনাইশ থেকে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চন্দন ধর দোহাজারী এলাকার হরিশ চন্দ্র ধরের ছেলে। তিনি সদ্য বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার। পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় তিনি এখন দোহাজারী পৌরসভার ৬ ওয়ার্ডের সহায়ক সদস্য পদবি ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার অন্য দুইজন হলো- হাশিমপুর দক্ষিণ জোয়ারা এলাকার আনোয়ার হোসেন আনুর ছেলে মো. শাহেদ (৩৩) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. মোর্শেদ (৩১)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন