নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে হাফসানা (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফসানা ওই এলাকার কামাল মিয়া মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে হাফসানা খেলাধুলা করার জন্য ঘর থেকে বের হয়। এক পর্যায়ে সে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। পরে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মনপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে রিফাত (০২) নামে একটি শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের সাদেক মিয়ার ছেলে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন শামীম জানান, শিশু দুটিই হাসপাতালে আনার আগেই মারা যায়।