নিউজ ডেস্কঃ রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী এচিনসিং মারমা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এচিনসিং রাঙামাটি সরকারি কলেজের অর্নাসের ছাত্রী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশা করে চারজন যাত্রী রাঙামাটির দিকে যাত্রা করেন। পথে চম্পাতলী এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিলে চিকিৎসক ওই কলেজ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান উদ্দীন জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক।