News71.com
 Bangladesh
 17 Nov 19, 06:41 PM
 885           
 0
 17 Nov 19, 06:41 PM

ফেনীতে বায়ুদূষণ পরিমাপক মাইক্রো মনিটরিং স্টেশন স্থাপন ।।

ফেনীতে বায়ুদূষণ পরিমাপক মাইক্রো মনিটরিং স্টেশন স্থাপন ।।

নিউজ ডেস্কঃ ফেনী জেলায় বাতাসে ক্ষতিকর পদার্থ পরিমাপে মাইক্রো মনিটরিং স্টেশন স্থাপন করা হয়েছে। এতে এ জেলার পরিবেশ দূষণের কারণ উদঘাটন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দেশের বড় শহরগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে বায়ুদূষণ। এটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশে একদিকে বাড়ছে জনসংখ্যা, অন্যদিকে শহরগুলোতে অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে বাড়ছে কারখানাসহ জনসাধারণের চলাচলের জন্য যানবাহনও। এ কারণে ক্রমবর্ধমান হারে বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দূষণ থেকে রক্ষা পেতে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তর দেশের গুরুত্বপূর্ণ ১১টি স্থানে সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্র (ক্যামস) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ক্লিন এয়ার অ্যান্ড সাসটেনেবল এনভায়রনমেন্ট (কেস) শীর্ষক কার্যক্রম গ্রহণের আওতায় ক্যামস প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এর ধারাবাহিকতায় ফেনীর মহিপাল সার্কিট হাউজ সড়কের কার্যালয়ের ছাদে যন্ত্রটি স্থাপন করা হয়। এর দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবিরকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন