News71.com
 Bangladesh
 07 Nov 19, 06:04 PM
 864           
 0
 07 Nov 19, 06:04 PM

মিয়ানমারের পেঁয়াজ ৮৫ টাকার মধ্যে বিক্রির নির্দেশ॥

মিয়ানমারের পেঁয়াজ ৮৫ টাকার মধ্যে বিক্রির নির্দেশ॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে মিয়ানমারের পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রির নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যাতে খুচরা পর্যায়ে কোনভাবেই ১০০ টাকার বেশি না হয় পেঁয়াজের দাম। কয়েকদিনের মধ্যে কয়েকটি শিল্প গ্রুপের বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি হলে দাম আরও কমে আসবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকার নির্ধারিত মূল্যেই পেঁয়াজ বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে পেঁয়াজের বাজারের উত্তাপ যেন কোনভাবেই কমছে না। আর সেই কারণেই সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে পেঁয়াজের দাম রাখতে খাতুনগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কয়েকদিন ধরে দফায় দফায় চালিয়েছে অভিযান। বুধবার (৬ নভেম্বর) সকালেও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের নেতৃত্বে একটি দল বাজার পরিদর্শন করে। সেক্ষেত্রে পাইকারি পর্যায়ের মিয়ানমারের পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে বিক্রির নির্দেশনা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যাতে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি না হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন বলেন, খারাপ মালগুলো ৫৮ থেকে ৬৫ টাকা পর্যন্ত বিক্রি করছে, এবং ভালো মালগুলো ৮০-৮৫ টাকার মধ্যে বিক্রি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন