News71.com
 Bangladesh
 04 Nov 19, 02:12 PM
 859           
 0
 04 Nov 19, 02:12 PM

চট্টগ্রাম দক্ষিণ জেলা মানবাধিকার সম্মেলন ।।

চট্টগ্রাম দক্ষিণ জেলা মানবাধিকার সম্মেলন ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের দক্ষিণ জেলার নির্বাহী সভাপতি আবু তাহের চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি ড. সাইফুল ইসলাম দিলদার। প্রধান আলোচক ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন গভর্নর সেতারা গাফ্ফার, গভর্নর সিরাজুল ইসলাম কমু, সিনিয়র গভর্নর আমিনুল হক বাবু, ডেপুটি গভর্নর জাহাঙ্গীর আলম, উত্তর জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খান রূপা, মোহাম্মদ নূর উদ্দিন, উত্তর জেলা সাধারণ সম্পাদক আবুল বশর। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর নিজামী রিফাত, অভিনেতা তসলিম হাসান হৃদয়  প্রমুখ।

 

সম্মেলনের শ্রেষ্ঠ মানবতাবাদী হিসেবে পুরস্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, বিশ্বের যেখানে মানবাধিকারের লংঘন হচ্ছে এবং নির্যাতিত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে ঠিক তখনি মানবতার অগ্রদূত জননেত্রী শেখ হাসিনা নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি সাইফুল ইসলাম দিলদার বলেন, ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চার নেতাকে জেলখানায় নৃশংস হত্যার মাধ্যমে মানবাধিকার লংঘন করা হয়েছিল চরমভাবে। প্রধান আলোচক চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, দেশের এ উন্নয়নের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবিরোধী যে অভিযান চলছে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। সমাপনী বক্তব্যে আবু তাহের চৌধুরী আগামীতেও সব মানবতাবাদীকে নিয়ে যেকোনো ধরনের মানবাধিকার লংঘন প্রতিরোধের প্রতিজ্ঞা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন