News71.com
 Bangladesh
 03 Nov 19, 10:48 PM
 886           
 0
 03 Nov 19, 10:48 PM

অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা ।।

অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা ।।

নিউজ ডেস্কঃ সাতকানিয়া থেকে চট্টগ্রামে অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মো. মোবারক (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ী। শনিবার (০২ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরের পতেঙ্গা থানার ১০নং ওমেরা ঘাট সংলগ্ন টেকের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে  জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) মো. ইয়াসির আরাফাত। গ্রেফতার মো. মোবারক সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল আক্তার   বলেন, সাতকানিয়া থেকে একটি অস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ চট্টগ্রাম শহরে ঢুকছিলেন মো. মোবারক। পুলিশের চোখ ফাঁকি দিতে স্কুল ব্যাগের ভেতর করে নিয়ে আসছিলেন অস্ত্র ও গুলি। তিনি বলেন, কর্ণফুলী শাহ আমানত সেতুতে পুলিশের চেকপোস্টে তল্লাশীর মুখে পড়ে ধরা পড়ার ভয়ে ক্রসিং হয়ে কর্ণফুলী নদী পাড় হয়ে শহরে ঢুকতে চেয়েছিলেন মোবারক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১০নং ওমেরা ঘাট সংলগ্ন টেকের মোড় এলাকা থেকে মোবারককে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোবারকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে করা হয়েছে বলে জানান এসআই মো. বাবুল আক্তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন