News71.com
 Bangladesh
 03 Nov 19, 10:31 PM
 860           
 0
 03 Nov 19, 10:31 PM

চট্টগ্রাম নগরের প্রায় ৬শ ডাস্টবিন অপসারণ করেছি ॥ মেয়র আ জ ম নাসির

চট্টগ্রাম নগরের প্রায় ৬শ ডাস্টবিন অপসারণ করেছি ॥ মেয়র আ জ ম নাসির

নিউজ ডেস্কঃ আগামী তিন-চার বছরের মধ্যে নগরে কোন ডাস্টবিন থাকবে না। আমি দায়িত্ব গ্রহণের পর নগরের সাড়ে ১৩শ ডাস্টবিনের মধ্যে প্রায় ৬শ ডাস্টবিন অপসারণ করেছি। ময়লা আবর্জনা এলাকা থেকে সংগ্রহ করে সরাসরি স্টেশনে ডাম্পিং করা হচ্ছে। আগামীতে একই ধারাবাহিকতায় সংগ্রহকৃত ময়লা আবর্জনা সরাসরি স্টেশনে ডাম্পিং করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। শনিবার (২ নভেম্বর) রাতে ৩০ নম্বর মাদারবাড়ি ওয়ার্ড অফিস সংলগ্ন মাঠে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি ও সিটি করপোরেশন পঞ্চম পরিষদের চার বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন। সিটি মেয়র বলেন, একদিনে সবকিছু করে ফেলা সম্ভব নয়। ধীরে ধীরে সকল কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সমস্যার পাহাড় জমেছিল। আস্তে আস্তে সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। নগরে এলইডি লাইট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীকে শতভাগ আলোকায়ন সেবা নিশ্চিত করতে ২৬০ কোটি টাকার এলইডি আলোকায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। সাম্প্রতিক সময়ে প্রকল্পটি একনেকে অনুমোদন হয়ে প্রশাসনিক অনুমোদনও পাওয়া গেছে। এখন সময়ের অপেক্ষা মাত্র। তিনি বলেন, ১৯৯৫ সাল ২০১৪ সাল পর্যন্ত নগরে ২ হাজার ৫৫০ কোটি টাকার কাজ হয়েছে। আর এই চার বছরে প্রায় ২৭শ কোটি টাকার কাজ করা হয়েছে। আরও প্রায় ২৩শ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। আপনারা যদি আমাদের ওপর আস্থা রাখতে পারেন, আমাদেরকে সুযোগ দেন তাহলে ক্লিন ও গ্রীন সিটি শতভাগ বাস্তবায়ন করবো। আপনাদের দোয়া থাকলে অবশ্যই সব করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন