নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম ভূঁইয়া (৬৭) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নজরুল উপজেলার গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই গ্রামের বাসিন্দা। দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিঘিরপাড় রাবেয়া সিএনজি পাম্পের সামনে রাস্তা পার হচ্ছিলেন নজরুল। এসময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।