নিউজ ডেস্কঃ রেলওয়ের পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানা থেকে ট্রেনের সরঞ্জাম চুরির সময় হাতেনাতে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে রেলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। শনিবার (২ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালামের (৪৫) বাসা ডবলমুরিং থানার ঝাউতলা এলাকায়। তিনি ১৫ বছর ধরে ট্রেনের বিভিন্ন সরঞ্জাম চুরি করে আসছিলেন বলে জানিয়েছেন পাহাড়তলী কারখানার আরএনবি ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজওয়ানুর রহমান। এসময় চুরি করা ট্রেনের চারটি ব্রেক লক, একটি কোচের পুরো জানালার সেট ও চুরি করার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। মো. রেজওয়ানুর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।