নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০২ নভেম্বর) বিকেলে পৌর শহরের ট্রাফিক ট্রানিং রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জীবন লাল চোহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেন বিকেলে আখাউড়ায় রেলস্টেশন অতিক্রম করা সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।