News71.com
 Bangladesh
 30 Oct 19, 10:39 PM
 840           
 0
 30 Oct 19, 10:39 PM

রাঙামাটির বাঘাইছড়িতে দু’দল সশস্ত্র গ্রুপের গুলিবিনিময় ॥ আহত ৩

রাঙামাটির বাঘাইছড়িতে দু’দল সশস্ত্র গ্রুপের গুলিবিনিময় ॥ আহত ৩

নিউজ ডেস্কঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সংস্কার) গ্রুপের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিনজন সশস্ত্র ইউপিডিএফ সদস্য আহত হয়েছে বলে দাবি জেএসএস সংস্কার গ্রুপের। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাজেক-বঙ্গলতলী ইউনিয়নের মধ্যবর্তী গ্রাম বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ইউপিডিএফ’র আহত সশস্ত্র সদস্যরা হলেন, মন্টু চাকমা, সুজয় চাকমা এবং নিকেতন চাকমা। তবে ইউপিডিএফ উভয় গ্রুপের গুলিবিনিময়ে তাদের কর্মী আহত হওয়ার খবর অস্বীকার করেছে। সংগঠনটির দাবি, জেএসএস সংস্কারের কর্মীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গেলেও কাউকে খুঁজে পায়নি। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লোকমুখে শুনেছি উপজেলার বটতলা এলাকায় ইউপিডিএফ এবং জেএসএস সংস্কারের সশস্ত্র কর্মীরা গুলিবিনিময় করেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন