News71.com
 Bangladesh
 30 Oct 19, 10:51 AM
 838           
 0
 30 Oct 19, 10:51 AM

অভিনব পদ্ধতিতে জালিয়াতি ॥ চবিতে ভর্তি পরীক্ষার্থী আটক

অভিনব পদ্ধতিতে জালিয়াতি ॥ চবিতে ভর্তি পরীক্ষার্থী আটক

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ৫৩২ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এরপরে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত জোবায়ের আহমেদ সিয়ামের বাড়ি পাবনা জেলার আমিরপুর থানায়। তিনি পাবনা সরকারি বুলবুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। জানা যায়, অভিনব পদ্ধতিতে টেলিগ্রাম ও ১৬ হাজার টাকা মূল্যের চায়না ক্যালকুলেটর ব্যবহার করে জালিয়াতি করেন তিনি। একপর্যায়ে তার পেছনের সিটে বসা একটি মেয়ে বিষয়টি দেখে হল পরিদর্শককে জানান। জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে আসা তথ্য অনুযায়ী এই জালিয়াতির সঙ্গে জড়িত আরও দুইজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সিয়ামের খালাতো ভাই ফুয়াজ খান ফিয়াম ও ফিয়ামের বন্ধু মেহেরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন