নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় দায়িত্বরত এক নিরাপত্তা কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার নিরাপত্তা কর্মীর নাম শিমুল দে। অন্যদিকে তাকে মারধরের অভিযোগে অভিযুক্ত শাখা ছাত্রলীগের দুই কর্মীর নাম লোকমান হোসেন ও কনক সাহা। তারা দুজনেই চবি ছাত্রলীগের সাবেক উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সালের অনুসারী। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লোকমান হোসেন এবং ভাষা বিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী কনক সাহাকে ২০১৮ সালে প্রক্টর কার্যালয় ভাঙচুরের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।