News71.com
 Bangladesh
 28 Oct 19, 12:51 PM
 868           
 0
 28 Oct 19, 12:51 PM

বান্দরবান জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার ।।

বান্দরবান জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার ।।

নিউজ ডেস্কঃ পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বান্দরবান জেলা যুবদলের সভাপতি হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌধুরী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিকেল ৪টার দিকে শহরের চৌধুরী মার্কেটের বিএনপি কার্যালয়ে সমাবেশের আয়োজন করে বান্দরবান জেলা যুবদল। এসময় বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ। সমাবেশে যাওয়ার সময় নেতাকর্মীদের তল্লাশিও চালানো হয় বলে অভিযোগ করে নেতাকর্মীরা। পরে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় যুবদল সভাপতি হারুণকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ২০১৮ সালে মিছিল থেকে পুলিশের উপর হামলার মামলায় যুবদল সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন