নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার পুলিশের এসআইসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ রোববার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম রবিউল আলম তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক সুব্রত ব্যানার্জি জানিয়েছেন। এই আসামিরা হলেন-এসআই ইকবাল পারভেজ রায়হান এবং তার ভগ্নিপতি মিজানুর রহমান ।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে দায়িত্বরত পারভেজ গত সোমবার গভীর রাতে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে নিজেদের বাড়িতে এজাহার মিয়া (২৭) নামে ওই যুবককে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ তার স্বজনদের। ছোট বোনের মোবাইল চুরির সন্দেহে পারভেজ তার ছোট ভাই ইমতিয়াজ আরমানকে সঙ্গে নিয়ে এজাহারকে মেরেছিলেন বলে মামলায় বলা হয়েছে। তাদের ভগ্নিপতি মিজানুর এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ এজাহারের স্বজনদের। মঙ্গলবার ভোরে এজাহার মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর পারভেজ ও তার ভগ্নিপতিকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামি ইমতিয়াজ এখনও পলাতক। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পারভেজ ও মিজানুরকে আজ রোববার আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে বিচারক তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিহত এজাহার মিয়া সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে দিনমজুর হিসেবে কাজ করতেন। বিবাহিত ছিলেন তিনি ।