নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রোববার (২৭ অক্টোবর)। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শাটল ট্রেনের নতুন শিডিউল ঘোষণা করেছে। ভর্তি পরীক্ষা চলাকালীন শাটল ট্রেন (২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ অক্টোবর) দিনে ৯ বার করে মোট ১৮ বার বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে এবং একটি ডেমু ট্রেন দিনে দুইবার করে মোট ৪ বার যাতায়াত করবে।
বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়
নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে সকাল ৬টা, ৬:৩০টা, ৮:১৫টা, ৮:৪৫টা, ৯:১৫টা (ডেমু ট্রেন), বেলা ১১:৪০টা, দুপুর ১২টা, দুপুর ১:৫০টা, বিকেল ৩টা, ৪টা ও রাত ৮:৩০ টায় শাটল ট্রেন ছেড়ে যাবে।
বিশ্ববিদ্যালয় থেকে বটতলী স্টেশন
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহর অভিমুখে সকাল ৭:০৫টা, ৭:৩৫টা, ৯:২০টা, ১০টা, ১০:৩০টা (ডেমু ট্রেন), দুপুর ১টা, দুপুর ১:৩০টা, বিকেল ৩টা (ডেমু ট্রেন), বিকেল ৫টা, বিকেল ৫:৩০টা এবং রাত ৯:১০টায় শাটল ট্রেন ছেড়ে যাবে।