নিউজ ডেস্কঃ বান্দরবানে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ অক্টোবর) লামা উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতরাতে চিউনী খালপাড়ায় নিজ বাড়িতে ৭ বছরের নাতিসহ ঘুমিয়ে ছিলেন গোলাপী বেগম। ভোরে তার ঘরে ঢুকে গলাকাটা লাশ দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।নিহত গোলাপীকে রাতের কোনো এক সময়ে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।