নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরায় শিশুসহ ৯ জেলেকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন এ জরিমানা করেন। এরআগে মেঘনায় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জেলেরা ইলিশ ধরছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে প্রায় সবাই শিশু-কিশোর। এসময় তিনটি নৌকা, প্রায় দেড় হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।