News71.com
 Bangladesh
 14 Oct 19, 11:20 AM
 809           
 0
 14 Oct 19, 11:20 AM

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত॥ অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা নিহত॥ অস্ত্র ও গুলি উদ্ধার

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে খুরশীদ আহম্মেদ(৩৬) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল রবিবার(১৩ অক্টোবর) রাতে নগরের আগ্রাবাদে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। নিহত খুরশীদ আহম্মেদ নগরীর পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ছিলেন। র‍্যাবের দাবি, খোরশেদ আলমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিমের ভাষ্যমতে, গতকাল রবিবার(১৩ অক্টোবর) রাত ৯টার দিকে আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয় খুরশীদকে। আটকের পর জিজ্ঞাসাবাদে তার আস্তানায় আরো অস্ত্র রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসংলগ্ন এলাকায় অবস্থিত তার ওই আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে খুরশীদের লোকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে খুরশীদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে পাওয়া যায় দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি এবং দেশে তৈরি একটি এলজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন