News71.com
 Bangladesh
 12 Oct 19, 08:32 PM
 800           
 0
 12 Oct 19, 08:32 PM

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম ।।

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে ওমর ফারুক নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পালেরহাট বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ফারুক দত্তপাড়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আহত ওমর ফারুক বলেন, কলেজে যাওয়ার সময় পালেরহাট বাজারে পৌঁছালে সন্ত্রাসীরা আমাকে তুলে নিয়ে যায়। পরে একটি রড-সিমেন্টের দোকানে ঢুকিয়ে পিচ্ছি নাহিদ, শাকিল, হৃদয় ও শান্তসহ কয়েকজন কিল-ঘুষি ও এলোপাতাড়ি পিটিয়ে জখম করে সেখান থেকে পালিয়ে যায়।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন