News71.com
 Bangladesh
 10 Oct 19, 06:30 PM
 783           
 0
 10 Oct 19, 06:30 PM

সীমান্ত এলাকা থেকে তিন র‍্যাব সদস্য ও দুই নারী সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ ।।

সীমান্ত এলাকা থেকে তিন র‍্যাব সদস্য ও দুই নারী সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত থেকে তিন র‍্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তবে দুপুর পর্যন্ত তাদেরকে ফেরত দেয়নি বিএসএফ। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে একটি সূত্র। তিন র‍্যাব সদস্য ও দুই সোর্সকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক প্রণব কুমার এএসপি। সূত্র বলছে, র‍্যাবের দুই মহিলা সোর্স বৃহস্পতিবার সকালে তিন র‍্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান। এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করে নিয়ে যায় বিএসএফ। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু শাহজাহান বলেন, স্থানীয় ও র‍্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। কিন্তু বিস্তারিত কিছু জানতে না পেরে আবার ফিরে আসি। শুনেছি পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন