নিউজ ডেস্কঃ বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার প্রায় সবাই জুম চাষ করে। এটি তাদের আদি পেশা। এখানে মার্মা, চাকমা, তঞ্চঙ্গ্যা, খুমি, লুসাই, পাংখো, বম, চাকসহ ১১টি জনগোষ্ঠীর অধিকাংশই এ চাষের ওপর নির্ভরশীল। জেলা শহরে বসবাসরত কিছু শিক্ষিত পরিবার ছাড়া দুর্গম এলাকার অনেকেই এ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয় জুমের ধান লাগানোর প্রক্রিয়া। প্রায় তিন-চার মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাসের শেষের দিকে এ ধান কাটা শুরু করে। তাই জুমের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছে পরিবারগুলো। শিশু-কিশোরসহ পরিবারের কেউই বসে নেই ঘরে। সবাই ধান কাটতে নেমেছে পাহাড়ে। এবার আবহাওয়া অনুকূল থাকায় ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় জুম চাষে বেশি ফলন পেতে শুরু করেছেন চাষিরা। চিম্বুক পাড়ার জুম চাষি মেনড্রং ম্রো বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জুমের ফসল ভালো হয়েছে। নিজেদের জন্য রেখে বাকিটা বিক্রি করব। ফসল ঘরে তোলার আনন্দে পল্লীগুলোতে চলছে এখন নবান্ন উৎসবও।