নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাবার প্রস্তুতিকালে ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ৪ জন নারী রয়েছে। এ সব নারীরা বিয়ের প্রলোভন ও চাকরির আশায় মালয়েশিয়া যাবার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে আটক রোহিঙ্গাদের স্ব স্ব রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনোয়ার হোসেন। তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া এলাকা দিয়ে কিছু রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া যাবার আশায় জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ৪ নারীসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরিদর্শক আনোয়ার জানান, আটক রোহিঙ্গারা মানব পাচার চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাবার চেষ্টা করছিল। মানব পাচারকারী চক্রটি পুনরায় সক্রিয় হয়ে রোহিঙ্গাদের টার্গেট করে পাচার সক্রিয় করার চেষ্টা করছেন। এ সব পাচারকারী চক্রকে চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। আটক রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।