News71.com
 Bangladesh
 09 Oct 19, 06:25 PM
 803           
 0
 09 Oct 19, 06:25 PM

হাতিয়ায় বজ্রপাতে ২ রাখালের মৃত্যু ॥

হাতিয়ায় বজ্রপাতে ২ রাখালের মৃত্যু ॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে ২ রাখালের মৃত্যু হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়দৈইল গ্রামের আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আবুল কালাম (৫৫)। বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া আলী মোবারক কল্লোল জানান, সকাল সাড়ে ১০টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে মাঠ থেকে গরু আনতে যান কামরুল ইসলাম ও আবুল কালাম। এসময় বজ্রপাত হলে কামরুল ইসলাম ও আবুল কালাম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তাদের মাঠে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন