নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে ২০১৯-২০ অর্থ বছরের সেপ্টেম্বর মাসে ৩৬০টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১০ কোটি ৯৪ লাখ ১৩ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা আবছার উদ্দিন বলেন, চলতি অর্থ বছরের সেপ্টেম্বর মাসে ৩৬০টি বিল অব এক্সপোর্টের বিপরীতে ৬৪ কোটি ৭৩ লাখ ৩ হাজার টাকার পণ্য মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে। অপরদিকে ১ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার টাকার পণ্য মিয়ানমারে রপ্তানি করা হয়েছে। এছাড়া ৫৬টি বিল অব এক্সপোর্টের বিপরীতে শাহপরীর দ্বীপ করিডোরে মিয়ানমার থেকে ২ হাজার ৮৯১টি গরু, ৩ হাজার ৪৮০টি মহিষ আমদানি করে ৩১ লাখ ৮৫ হাজার ৫শ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসে পিয়াজ আমদানি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায়ে ধস দেখা দিয়েছে। তবে দেশের স্বার্থে সঙ্কট মোকাবেলায় ব্যবসায়ীদের পিয়াজ আমদানি বাড়াতে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে।