News71.com
 Bangladesh
 02 Oct 19, 09:14 PM
 895           
 0
 02 Oct 19, 09:14 PM

পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৩০ লাখ টাকা জরিমানা ।।

পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৩০ লাখ টাকা জরিমানা ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় পুকুর ভরাট করে ১৪ তলা বহুতল ভবন নির্মাণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে জানে আলমকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (০২ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে ওই ভবন মালিককে। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, মোগলটুলী এলাকায় পুকুর ভরাট করে ১৪ তলা বহুতল ভবন নির্মাণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে জানে আলমকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে তাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন