News71.com
 Bangladesh
 02 Oct 19, 11:05 AM
 870           
 0
 02 Oct 19, 11:05 AM

সরাইলে নারী ও শিশুরা অন্য গ্রামে, পুরুষরা উধাও ।।

সরাইলে নারী ও শিশুরা অন্য গ্রামে, পুরুষরা উধাও ।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শেখ সামসু মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের বুড্ডা গ্রামে এই ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে নারী ও শিশুরা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাচ্ছে। পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। ফলে এলাকার ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও ব্যহত হচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে বুড্ডা গ্রামের অলি আহাদ মৃধা মেম্বার ও শামসু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গেল ১৪ সেপ্টেম্বর বুড্ডা গ্রামে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় সামসু মিয়া নিহত হন।এরপর থেকে নিহত সামসু মিয়ার লোকজন প্রতিনিয়তই অলি আহাদ মৃধা মেম্বারের লোকজনদের বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাৎ হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন