নিউজ ডেস্কঃ কক্সবাজার সদরে বিদ্যুৎস্পৃষ্টে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পোকখালী ইউপির ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত গোলাম নবী পোকখালীর পশ্চিম গোমাতলীর মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন জানান, রাতে গোলাম নবী তার কক্ষে একটি বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।