নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬০টি মোবাইল ফোন সহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. মানিক (৫৪), খলিলুর রহমান (৩১), সাহেদুল ইসলাম (২৪) ও সোহেল রানা (৩০)। সোমবার (৩০ সেপ্টেম্বর) রিয়াজউদ্দিন বাজার থেকে এসব চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, কোতোয়ালী থানার লাভলেন মোড় থেকে ছিনতাইকারী মো. নজরুল ইসলামকে ২৯ সেপ্টেম্বর (রোববার) গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে চোরাই মোবাইলসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়।