নিউজ ডেস্কঃ কক্সবাজারে মালবাহী মিনি ট্রাক চাপায় আব্দুস শুক্কুর (৯৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে খরুলিয়ায় এ ঘটনা ঘটে। সে দক্ষিণ খরুলিয়ার চরপাড়া এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে। ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান বলেন, এলাকার সর্বজন শ্রদ্ধেয় বৃদ্ধ শুক্কুর গতকাল আসর নামাজ পড়ে বাড়ি ফিরছেন। পথিমধ্যে চরপাড়া রাস্তার মাথা এলাকায় দুর্গাপূজার মূর্তি সরবরাহের কাজে নিয়োজিত একটি মিনি ট্রাক অপর একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত বৃদ্ধকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই চালক গাড়িটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। কক্সবাজার সদর থানার ওসি বলেন, গাড়ির মালিকের নাম-ঠিকানা সংগ্রহ ও চালককে আটকের চেষ্টা চলছে।